logo
news image

কম্বোডিয়ায় মদ পান করে ৩ জনের মৃত্যু

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
কম্বোডিয়ার ক্রেটি প্রদেশের এক গ্রামাঞ্চলে স্থানীয় প্রক্রিয়ায় প্রস্তুত করা মদ পান করে তিন ব্যক্তির মৃত্যু ও অপর ৪৪ জনকে শংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ভাত থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মদে বেশি পরিমাণে মিথানল ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার (১৯ অক্টোবর) এ কথা জানান। খবর সিনহুয়া’র।
ক্রেটি প্রদেশের সাম্বু জেলার পুলিশ প্রধান বুন ছোইওন সিনহুয়া-কে জানান, ‘বৃহস্পতিবার ক্রেটি প্রদেশের রেফারাল হাসপাতালে বিষাক্ত মদ পান করে দুইজন পুরুষ ও এক নারী মারা যান ও অপর ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বুধবার সন্ধ্যায় ডেমরে গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেরই মাথা ঘোরা, চোখে চুলকানি, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট দেখা দেয়।
বুন ছোইওন জানান, গ্রাম্য ওই মদ প্রস্তুতকারককে এ ধরনের দুঃখজনক ঘটনার জন্যে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। মদের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র লাই সোভান এ ঘটনার সত্যতা যাচাই করে বলেন, স্বাস্থ্য কর্মকতাদের ওই গ্রামে প্রেরণ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদনায় : আ. স ১৯/১০/২০১৮

সাম্প্রতিক মন্তব্য

Top