logo
news image

চাঁপাইনবাবগঞ্জে ইলামিত্রের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।  ।  
বৃহস্পতিবার (১৮ অক্টোবর)। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের মহয়সী নেত্রী ইলা মিত্রের ৯৩তম জন্মবার্ষিকী। প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহয়সী এই নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনাসভা। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর জীবনির উপর আলোচনা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, ইলামিত্র পরিষদের সভাপতি বিধান চন্দ্র সিং, উদীচি চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top