logo
news image

আড়বাব ইউনিয়নে খানা তথ্য ভান্ডার শুমারী গণনাকারীদের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক।  ।
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে জাতীয় খানা তথ্য ভান্ডার শুমারী ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (NHD) প্রকল্প ২০১৮ গণনা শেষে গণনাকারী ও সুপারভাইজারদের মাঝে চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে আড়বাব ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি  থেকে গণনাকারী ও সুপারভাইজারদের মাঝে চেক বিতরণ করেন।   এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাছের আলী খাঁনসহ ইউপি সদস্যবৃন্দ।
সম্পাদনায়: আ.স ১৯/১০/২০১৮

সাম্প্রতিক মন্তব্য