logo
news image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ১২ শতাংশ প্রবৃদ্ধি

অগ্রগতি নিউজ : ২০১৭ সালে প্রথম বর্ষ বা নতুন প্রিমিয়াম সংগ্রহে ১২ শতাংশ প্রবৃদ্ধি করেছে তৃতীয় প্রজন্মের বেসরকারি লাইফ বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। একইসঙ্গে ব্যবস্থাপনা খাতেও খরচ কমিয়েছে কোম্পানিটি। অনুমোদিত সীমার চেয়ে দশমিক ২৬ শতাংশ কম ব্যয় করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ দাখিল করা কোম্পানিটির হিসাবে এ চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুসারে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০১৭ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ২৩১ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ১৫৩ টাকা। যা আগের বছরে ছিল ২২০ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৪৭৯ টাকা। হিসাব অনুসারে, আগের বছরের চেয়ে বিদায় বছরে ১১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা বা ৫.১০ শতাংশ বেশি প্রিমিয়াম সংগ্রহ করেছে।

এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ৬৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ১০৫ টাকা। যার পরিমাণ আগের বছর ২০১৬ সালে ছিল ৫৭ কোটি ৯৩ লাখ ৭১ হাজার ২৩৮ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ২০১৭ সালে ৭ কোটি ১ লাখ ৬ হাজার ৮৬৭ টাকা বা ১২.১০ শতাংশ বেশি নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে প্রগতি লাইফ।

বিদায় বছরে ৮২ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৮৯০ টাকা নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করেছে প্রগতি লাইফ। যা আগের বছরে ছিল ৭৯ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১৩৪ টাকা। সে হিসাবে ২০১৭ সালে ২ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৭৫৬ টাকা বা ৩.৬৪ শতাংশ বেশি নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করেছে তৃতীয় প্রজন্মের এ কোম্পানি।

এছাড়া ২০১৭ সালে কোম্পানিটি গ্রুপ বীমা প্রিমিয়াম সংগ্রহ করেছে ৮৩ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ১৫৮ টাকা। আগের বছরে এই প্রিমিয়ামের পরিমাণ ছিল ৮২ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ১০৭ টাকা। অর্থাৎ বিদায় বছরে প্রগতি লাইফ ১ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৫১ টাকা বা ১.৬১ শতাংশ বেশি গ্রুপ বীমার প্রিমিয়াম সংগ্রহ করেছে।

অন্যদিকে ব্যবস্থাপনা খাতে অনুমোদিত সীমার চেয়ে কম ব্যয় করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালে কোম্পানিটি সর্বমোট প্রিমিয়াম আয়ের ওপর সর্বমোট ব্যবস্থাপনা ব্যয় করেছে ৮৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৩১১ টাকা। অথচ ব্যয়ের অনুমোদন ছিল ৮৬ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ৪১৯ টাকা। অর্থাৎ বিদায় বছরে কোম্পানিটি অনুমোদিত সীমার চেয়ে ২২ লাখ ৪২ হাজার ১০৮ টাকা বা ০.২৬ শতাংশ কম ব্যয় করেছে।

এরআগে ২০১৬ সালে সর্বমোট ২২০ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৪৭৯ টাকা প্রিমিয়াম সংগ্রহে ব্যয় করেছে ৭৯ কোটি ৯০ লাখ ২১ হাজার ৯৩ টাকা। তবে ব্যয়ের অনুমোদন ছিল ৮০ কোটি ৬ লাখ ৮০ হাজার ৩৮১ টাকা। সে হিসাবে আলোচ্য বছরে কোম্পানিটি ১৬ লাখ ৫৯ হাজার ২৮৮ টাকা বা ০.২১ শতাংশ কম ব্যবস্থাপনা ব্যয় করেছে।

এ বিষয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজীম বলেন, আমরা ভালো করার চেষ্টা করছি। ইতোমধ্যে কিছুটা ফলও পেয়েছি। গত দু'বছর থেকেই আমাদের প্রথম টার্গেট ছিল ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে এনে কোম্পানিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আমরা সেটা পেরেছি। নতুন ব্যবসায় যে প্রবৃদ্ধি হয়েছে তাতে আমরা খুবই আশাবাদি আগামীতে আরো ভালো করতে পারব। 

সূত্র: ইন্স্যুরেন্সনিউজবিডি

 

সাম্প্রতিক মন্তব্য

Top