logo
news image

শাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ (ছেলে-মেয়ে) হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছেলে) প্রতিযোগিতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ এবং হ্যান্ডবল (মেয়ে) প্রতিযোগিতায় নৃবিজ্ঞান বিভাগকে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সদ্য অবসরোত্তর অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবাল, ছাত্রকল্যাণ ও নির্দেশনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষা, গবেষণার পাশাপাশি আমরা খেলাধুলায় ভাল করছি। সাম্প্রতিক খেলাধুলায় মেয়েরা অনেক ভলো করছে। আমরা খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের এগিয়ে নিয়ে যাব। এসময় তিনি সবাইকে পরিচ্ছন্ন খেলাধুলা উপহার  ও উপভোগের জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
টুর্নামেন্টে ছেলেদের মধ্যে গণিত বিভাগের শিক্ষার্থী আশিকুদ্দোলা আল মামুন (আশিক) ও মেয়েদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছিয়া আক্তার জেরিন সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর ছেলেদের ২৫টি ও মেয়েদের ১৫টি দল নিয়ে ১০ দিন ব্যাপী এই টুর্নামেন্টের অনুষ্ঠিত করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top