logo
news image

বাগাতিপাড়ায় স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম প্রধান অতিথি থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা লোকমান হাকিম, সাবেক উপজেলা যুবলীগ সেক্রেটারী এসএম সাদেকুর রহমান, প্রধান শিক্ষক হাজেরা খাতুন, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এ ভবন নির্মাণে ৭৫লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top