logo
news image

বড়াইগ্রামে বাবু হত্যাকান্ডের ৮ বছর

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)।  ।  
সোমবার (৮ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি বাবু হত্যাকান্ডের আট বছর। ২০১০ সালের ৮ অক্টোবর দলীয় কর্মসুচি উপলক্ষে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর নের্তৃত্বে একটি বড়সড় মিছিল বনপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী মিছিলে হামলা চালায়। হামলাকারিরা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে বাবুকে। হামলার ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন পাঁচ সাংবাদিক। ঘটনাটির ভিডিও ফুটেজ থাকায় দেশ বিদেশে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ ঘটনায় বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি বাদি হয়ে তৎকালিন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক (বর্তমানে বনপাড়া পৌর মেয়র) কে এম জাকির হোসেনকে প্রধান আসামী করে আরও ২৭জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মির নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ডিবির হাত ঘুরে মামলাটি সিআইডির হাতে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘ আট বছরেও বহুল আলোচিত এই মামলার কোনই অগ্রগতি হয়নি। আসামীরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সাংগঠনিক কর্মকান্ড চালাচ্ছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top