logo
news image

লালপুরে চৌমোহিনী কলেজের ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর লক্ষণবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ চত্বরে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। এ সময় আনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সিনিয়র সহ-সভাপতি বাছের আলী খাঁন, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা ও সুধীজন উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top