logo
news image

শাবি ভিসির সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রোববার (৭ অক্টোবর) বিকেলে ভিসির কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ। এসময় প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম, সহ-সভাপতি রিফাত আল মামুন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সম্পাদক সাফকাত মনজুর, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যনির্বাহী সদস্য আরাফ আহমদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শাবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে দেশের মানুষের কাছে তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রেসক্লাবের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে যৌক্তিক কোনো খবর যদি প্রশাসনের বিরুদ্ধে যায়, তবুও প্রেসক্লাবের সদস্যদের নিজেদের জায়গায় অটল থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোর উন্নয়নসহ সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, সকল অন্যায়-অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা, সাফল্য, অর্জন ও সহ-শিক্ষা কার্যক্রম বিশ্বের দরবারে তুলে ধরতে কাজ করে যাবে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

সাম্প্রতিক মন্তব্য

Top