logo
news image

সিরাজগঞ্জ শহর রক্ষার বাঁধে ধ্বস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।  ।  
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ক্রসবাঁধ-৩ এর তিনটি স্থানে ধ্বস নেমেছে। এতে ৭০ মিটার যমুনা নদীতে বিলীন হয়ে গেছে । সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পানি কমার সাথে সাথে নদীর তলদেশে প্রবল ঘুর্নাবর্ত ফলে আকস্মিকভাবে রোববার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লায় নির্মিত ক্রস বাঁধ ৩ এর এল অংশে ৩ টি স্থানে ধ্বস দেখা দেয়। মাত্র তিন ঘন্টার ব্যবধানে বাঁধের ৭০ মিটার এলাকা যমুনা নদীতে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে বাঁধের ধ্বংস ঠেকাতে বালির বস্তা ফেলা হচ্ছে । খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড শহরের ৪টি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করে । ৮০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ ক্রসবাঁধ -৩ ( ১৭৮২ মিটার) নির্মাণ করা হয়। ২০১৭ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top