logo
news image

দেশে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে-এমপি আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৭ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনস লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
উদ্বোধনের পর সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনারর নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই দেশে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top