logo
news image

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে পূবালী ব্যাংকের বাস প্রদান

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।  ।  
পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সাড়ে ২৬ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষের নিকট ১২ আসনের একটি মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। শনিবার (৬ অক্টোবর) দুপুর ১টায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার নিকট গাড়ির চাবি হস্তান্তর করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাহনেওয়াজ চৌধুরী, ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার ভট্টাচার্য (এমএসএস, সমাজবিজ্ঞান, শাবি), ভিক্টোরিয়া কলেজ শাখা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুদ্দীন।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান সুকান্ত চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, পূবালী ব্যাংক লিমিটেড বাঙ্গালি মালিকানায় প্রতিষ্ঠিত দেশের প্রথম ব্যাংক যার যাত্রা ১৯৫৯ সালের ১৯ মে। অন্যদিকে, ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালে। ঐতিহ্যবাহী এ দু’টি প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত পারস্পরিক সহযোগিতামূলক কর্মকা- অব্যাহত রেখেছে। মাইক্রোবাস হস্তান্তরের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর বিজয় কৃষ্ণ সাহা,  প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজিউল হক সোহাগ, পূবালী ব্যাংক লিমিটেডের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের ইনচার্জ, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ও প্রিন্সিপাল অফিসার সায়েদ আব্দুল্লাহ যীশু প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top