logo
news image

সিংড়ায় তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়া উপজেলার আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের তৃনমুল নেতাকর্মীদের সাথে স্থানীয় সংসদ সদস্য, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মতবিনিময় সভা করেছেন। সিংড়া পৌরসভার কমিনিউটি হলরুমে শুক্রবার (৫ অক্টোবর) সকাল ৯ টা হতে প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপী মতবিনিময় করেন তিনি।
সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।  এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তার স্বার্থে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে তৃনমুল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান এবং জনগনের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top