logo
news image

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল-সম্পাদক জুনেদ

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সেশনের ১৫তম কার্যকরী কমিটির সভাপতি পদে জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা একটায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান প্রেসক্লাব কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার বণিক।
১৫তম কার্যকরী কমিটির সভাপতি পদে জিয়াউল ইসলাম (আমাদের সময়) ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি রিফাত আল মামুন (ইনকিলাব), যুগ্ম সম্পাদক সাফকাত মনজুর (সবুজ সিলেট), কোষাধ্যক্ষ এনামুল হাসান (নয়াদিগন্ত) ও দপ্তর সম্পাদক মেহেদী কবীর (যুগান্তর)। অন্যদিকে তিনটি কার্যনির্বাহী সদস্য পদে ইমরান হোসাইন (জনকন্ঠ), আরাফ আহমদ (মানবজমিন) ও মোয়াজ্জেম আফরান (সংবাদ) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়কে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যেতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসহ শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম- ঢাকা; দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top