logo
news image

ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা)।  ।  
পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থীসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে শিশুদের কাছে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন বাপ্পি। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাঁচ শিশু ও বেলুন বিক্রেতা বাপ্পি দগ্ধ হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসনা হেনা জানান, বেলুন বিক্রেতার দুই পা ঝলসে গেছে। আর পাঁচ শিশুর মধ্যে দু’জনের সারা শরীরে ক্ষত হয়েছে। এ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ শিশু হল ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)। আহত অন্য শিশুটির নাম জানাতে পারেনি পুলিশ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন বলেন, উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা উদ্বোধনের সময় সেখান থেকে প্রায় ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরার জন্য সিলিন্ডার রেখেছিলেন বেলুন বিক্রেতা বাপ্পী। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতাসহ সাতজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সারা দেশের মতোই উপজেলা প্রশাসন ঈশ্বরদী উপজেলা পরিষদের চত্বরে তিন দিনের উন্নয়ন মেলা আয়োজন করে। ঈশ্বরদীর উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬২টি স্টল রয়েছে।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য