logo
news image

সিংড়ায় অবৈধ ঔষধ ধ্বংস-দুই জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়ায় অবৈধ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  বুধবার (৩ অক্টোবর) এ আদেশ দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর আদালত।  এ সময় অবৈধ ঔষধ ধ্বংস করা হয়।  
র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, নাটোর ও ড্রাস সুপার মাখনুন তাবাসছুম এর যৌথ নেতৃত্বে বুধবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা হতে সাড়ে ৯টা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানা এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ঔষধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৬ হাজার ২৩০ রোতল যৌন উত্তেজক সিরাপ, এক ড্রাম যৌন উত্তেজক সিরাপ, ৭ হাজার পিস ভেজাল চকলেটসহ আসামী  ১। মোঃ মহশিন আলী (৪৫), পিতা-হেতু প্রাং @ ঘেতু, ২। মোঃ আলমগীন হোসেন (২৬), পিতা- মোঃ রফিকুল হোসেন, ঊভয় সাং-বীনগ্রাম, থানা- সিংড়া , জেলা-নাটোরদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত ০১ নং আসামীর ০১ (এক) বছর ০৬ (ছয়) মাস এবং ০২ নং আসামী ০৬ (ছয়) মাস  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top