logo
news image

সরকার মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করতে কাজ করছে-এমপি আাবুল কালাম

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ এমপি বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করতে কাজ করছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক থেকে বের করে আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করছে। মাদ্রাসার শিক্ষার গুণগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে কাজ অনেক কাজ করছে। ইতোমধ্যে হাজারের অধিক পাকা অবকাঠামো নির্মাণ করেছে। মাদ্রাসার শিক্ষার্থী যাতে জঙ্গিবাদে জড়িত না হয় এজন্য শিক্ষকদের সচেতনভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ইসলামের  সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। সঙ্গে সঙ্গে দুনিয়াবি শিক্ষা দিতে হবে।  
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের কাদিরাবাদ কাজিপাড়া আহম্মদিয়া আলিম মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, কাজি আমানুর রহমান প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top