logo
news image

বীমা খাতের উন্নয়ন ও প্রসারে পরামর্শ : অর্থ মন্ত্রণালয়

বীমা খাতের উন্নয়ন ও প্রসারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ ভবন থেকে: বীমা খাতের উন্নয়ন ও প্রসারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৫৯তম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়েছে। 

কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, ফরিদা রহমান এবং সিমিন হোসেন রিমি অংশ নেন। 

অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।  

সাম্প্রতিক মন্তব্য

Top