logo
news image

শাবির নৃবিজ্ঞান বিভাগে আন্তঃসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
‘যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ’ স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে চার দিনব্যাপী আন্তঃসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ২১তম ব্যাচকে (২০১৫-১৬ সেশন) ২-১ ব্যালটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১৯তম ব্যাচ (২০১৩-১৪ সেশন)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-‘ডি’ এর ১০০১ নং কক্ষে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত বিতর্কের বিষয়বস্তু ছিল ‘এই সংসদ মনে করে, অবকাঠামোগত উন্নয়ন রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে।’ দাবির পক্ষে ছিলো ২১তম ব্যাচ, বিপক্ষে ছিল ১৯তম ব্যাচ। সরকারি দলের প্রতিনিধি হিসেবে যুক্তি তুলে ধরেন— নাজমুস সাকিব, তাওফিকুর রহমান নিহাল ও সুরাইয়া আহমেদ। অন্যদিকে বিরোধী দলের পক্ষে যুক্তি তুলে ধরেন— চৌধুরী রাহাত, রফিক ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মাসুদ।
চার দিনব্যাপী এই তর্কযুদ্ধের ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের চৌধুরী রাহাত।
চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ড. নূর মোহাম্মদ মজুমদার। আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. মোখলেসুর রহমান, নৃবিজ্ঞান সমিতির সহ-সভাপতি জয়নুল আবেদনীসহ আরো অনেকে। এসময় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে আয়োজকদের পক্ষ থেকে বিচারকদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিযোগিতার আহ্বায়ক ফেরদৌসী আক্তার মিতু ও মামুন খান।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন— ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি তোফায়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নূর-ই-জান্নাত নিতু, বর্তমান সাধারণ সম্পাদক রাইতাহ বিনতে আহসান।
নৃবিজ্ঞান সমিতির আয়োজেন প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন সেমিস্টারের ৬টি দল অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top