logo
news image

শাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
খনিজ শক্তি ও পরিবেশের উপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মিলনায়তনে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো ‘এনার্জি এন্ড এনভায়রনমেন্ট’ এর উপর দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এমপি বলেন, উন্নয়নের জন্য প্রয়োজন সামাজিক শান্তি। যাতে সমাজে আমরা যার যার কাজ নির্বিঘ্নে করতে পারি। উন্নয়নের জন্য আরো প্রয়োজন কাজের ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। ধারাবাহিক কাজ পারে দেশকে এগিয়ে নিতে। আমাদের এই ভূ-খন্ডে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে খনিজ শক্তি রয়েছে। এই শক্তিগুলোকে সঠিকভাবে গ্রহণ করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তির প্রয়োজন। এইগুলো আগে ছিল না, আমরা এগুলো শুরু করেছি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করো। আমরা বিচ্ছিন্ন কোন জনগোষ্ঠী নই। সারা বিশ্বের মানবজাতি যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই যাবো। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার প্রয়োজন। জ্ঞান বিজ্ঞান চর্চা কাউকে পিছিয়ে দেয় না বরং সবজায়গাতে আগে স্থান করে দেয়। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব যদি তোমাদের মতো তরুণ সমাজ এগিয়ে আসে। এজন্য আমাদেরকে একসাথে সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, এপ্লাইয়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো লুৎফর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের চেয়ার অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ড. ফরহাদ হাওলাদার।
দু’দিনব্যাপী এই আন্তজার্তিক সম্মেলনে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে কিনোট-স্পীচ, টেকনিক্যাল সেশন, বিভিন্ন ধরনের শিক্ষা ও গবেষণামূলক প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশনসহ লার্র্নিং সেশন শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরষ্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক এই সম্মেলনটি। 

সাম্প্রতিক মন্তব্য

Top