logo
news image

ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবির ড. ওয়াহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ পুরষ্কার দেয়া হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের গবেষনা সেন্টারের আয়োজনে ‘৬ষ্ঠ বার্ষিক গবেষণা সম্মেলনে’ এই পুরষ্কার প্রদান করা হয়।
এ সময় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো: ইউসুফ আলী মোল্লা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুবালী ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. এ. হালিম চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

সাম্প্রতিক মন্তব্য

Top