logo
news image

এর বেশি চাইতে নেই

শাহিনা খাতুন
যে দরিদ্র শিশু লক্ষ প্রয়োজনে
মাথা নত করেনি কোনদিন
একটা নতুন জামা পায়নি বলে
অসুস্থতার ভান করে বেড়াতে যায়নি
অনায়াসে বন্ধুদের ফিরিয়ে দিয়েছে
রিক্সা ভাড়ার অভাবে হেটে হেটে দুপায়ে
আজন্ম দাগের মত ক্ষত কিনে নিয়েছে
প্রাইভেট পড়তে না পেরে শিক্ষকদের কাছে
বসে থেকে থেকে ক্যালকুলাস
আর ফিজিক্সের অংক শিখেছে
অতঃপর বিচারক হয়ে দশ টাকা বাঁচাতে
মাইলের পর মাইল হেটেছে
তাকে তুমি তোমার নিজ স্বার্থে
কষ্ট দিতেই পার
কি আর এমন আসে যায় বল
এমন মানুষতো কষ্ট পেতেই এসেছে।
তোমায় প্রতিঘাত করবেনা বলে
তুমি আর একটু খোঁচা দিতেই পার
রক্তাক্ত হলে তোমার একটু বাড়তি
সুখ হতে পারে
হতে পারে বন্ধুদের আড্ডায়
আর একটু বেশি আনন্দ পেলে!
নির্বোধ দরিদ্র যে শিশু
মধ্য বয়সেও নির্বোধ থাকে
সহজাত সরল জীবন যাপনে যার তৃপ্তি
তাকে আর একবার আঘাত দিয়ে দেখতেই পার
বড়জোর একা একা দু ফোঁটা অশ্রু ঝরাতে পারে
আর কিইবা করবে সে
দেশটাকে ভালবেসে সরল জীবনে অভ্যস্ত
এক নির্বোধের এর বেশি চাইতে নেই।
* শাহিনা খাতুন, জেলা প্রশাসক, নাটোর। 

সাম্প্রতিক মন্তব্য

Top