logo
news image

ঈশ্বরদীতে রানার অটোর ফ্রি ধামাকা সার্ভিস ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদী শহরের প্রাণ কেন্দ্র রেলওয়ে গেটের হাবিব মটরস শো-রুমের আয়োজনে পৌর এলাকার আলোবাগ ক্লাব মাঠে শনিবার (২২ সেপ্টেম্বর) দুই দিন ব্যাপী রানার অটো মোবাইল লিমিটেড’র ফ্রি ধামাকা সার্ভিস ক্যাম্প শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফ্রি ধামাকা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এম.পি।
হাবিব মটরস এর পরিচালক আহসান হাবিব কর্ণেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রীর এপিএস বসির আহমেদ বকুল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, রানার অটো মোবাইলসের জোনাল সার্ভিস ম্যানেজার ওমর ফারুক, টেরিটনি ইনচার্জ নাজমুল হাসান, আসাদুজ্জামান, গোলাম আজম, ড্রইভিং ইন্সট্যাক্টর আব্দুল আলিম, রানার অটো মোবাইলসের পার্স ডিলার মোহাম্মদ আলী ও কাশিনাথ সরকার। এছাড়া ঈশ্বরদীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রানার অটো মোবাইল লিমিটেড’র ২ দিন ব্যাপী ফ্রি ধামাকা সার্ভিস ক্যাম্পে অত্র এলাকায় বিক্রিত পুরাতন ও নতুন সকল রানার মোটর সাইকেল ফ্রি সার্ভিসিং করা হবে। আমাদের নিজস্ব অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা আধুনিক পদ্ধতিতে সার্ভিসিং শুরু হয়েছে। মোটর সাইকেল সার্ভিসিং করানোর ফলে গাড়ি তার জিবনী শক্তি ফিরে পেয়ে নতুনের মতো হয়ে যায়। মোটর সাইকেলকে সচল রাখতে সার্ভিসিংয়ের কোন বিকল্প নেই।

সাম্প্রতিক মন্তব্য

Top