logo
news image

ভুলে গিয়েছিলাম

শাহিনা খাতুন
কাজের তালিকা রয়ে গেছে প্রাণের ভিতর
নতুন বিপদ সব এলোমেলো করে দেয়
নিরাপদ সড়ক উপহার দেওয়ার ইচ্ছায়
আগের তালিকা কাটাকাটি করি
রাজবাড়ী গণভবন হালতি বিল চলন বিল
আরও সুন্দর দেখার আশায়
মনটা ব্যাকুল ছিল
নতুন ভালোবাসা এনে দেয় চিনাডাঙার বিল
রাস্তা চাই আলো চাই পানশি নৌকা চাই
খিরির গাছের চারপাশে আরও মাটি চাই
শেকড়গুলো কষ্টে আছে।
দুলাশী মাদ্রাসার শিশুদের জন্য
আর একটু উন্নত জীবন চাই
সন্ন্যাসীকে ছায়া দেয়া শিমুল গাছটির
আর একটু আদর চাই
শতভাগ স্কাউট স্কুল গুলোর কত কাজ বাকী
ডিসিপ্লিন পরিচ্ছন্ন জীবনের অনুশীলন চাই
প্রতিরাতে নদী এসে কানে কানে বলে
বাঁচাও আমাদের আমরা বাঁচতে চাই
নারদের কানে কানে ভালবেসে কথা দিয়েছিলাম
ঠিক ঠিক দেখ বাঁচাবো তোমায়
সাড়ে নয় লক্ষ মেয়ে মানুষেরে
শুধু মানুষ ভাবতে শেখানোর ইচ্ছেটা ছিল
বুকের গহিন কোনে
আর দিঘাপতিয়া সদনের শিশুদের
প্রতিজনকে বেগম রোকেয়া প্রিতিলতা শেখ হাসিনা
বানানোর স্বপ্নঘোর আমায় ঘুমুতে দেয়নি
অনেক নির্ঘুম রাত কাটিয়েছি
বনলতার শান্তির নীরের স্বপ্নে
ভুলে গেছিলাম আমি
দুয়ারে প্রস্তুত গাড়ী বেলা দ্বিপ্রহর।
* শাহিনা খাতুন, জেলা প্রশাসক, নাটোর। 

সাম্প্রতিক মন্তব্য

Top