logo
news image

পাতার রঙ বদলানো দেখবো বলে

শাহিনা খাতুন
পাতার রঙ বদলানো দেখেবো বলে
প্রতিদিন অফিস যাবার কালে
বাগানের গাছগুলোকে একবার দেখে নিতাম
রাজবাড়ীর হলুদ রঙের রংগনে
চোখ পড়েছে আরও আগে
ঐ হলুদ রঙ আমার চোখে লেগে আছে এখনো
আমি চোখ বুঝে সে রঙ দেখতে পাই
কাঞ্চন ফুলের বাহার দেখেছো?
আমি স্তম্ভিত সে গাছের রঙ দেখে!
আর সেদিন চিনাডাংগার বিলের পদ্ম দেখেছি
পদ্মপাতার উপর ব্যাঙ আর শুয়োপোকার খেলা
টলটলে জল আর ফড়িং এর কাব্য
দারুন ছন্দময়
মনে হলো কি যেন খুঁজছে
স্বচ্ছ জলের বিন্দু স্ফটিকের মত
দিনগুলো বয়ে বয়ে যায়
বহতা নদীর মত
কাবেরী নদীর জল দেখেছো?
হাজার বছর ধরে নদী বয়ে যায়
দুই হাজার ষোল দুই হাজার সতেরো
দুই হাজার আঠারো
এইতো সেদিন নতুন পাতা ধরেছে
আঙিনার আম গাছে
পৃথিবীর বয়স বেড়েই চলে
অথচ আমি সেই ছোট্ট শিশুই রয়ে গেলাম
পাতার রঙ বদলানো দেখবো বলে
আমি শিশুই রয়ে গেছি।
* শাহিনা খাতুন, জেলা প্রশাসক, নাটোর। 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Blog single photo
September 22, 2018

মোঃ জিয়উর রহমান, ২নং বড়ইগ্রাম ইউনিয়ন পরিষদ

সারকে অনেক শুভেচ্ছাএত সুন্দর কবিতা লেখার জন্য

(0) Reply
Blog single photo
September 23, 2018

মোঃ মোস্তাফিজুর রহমান

আমার ভাবনায় ভাবতে বেশি ভলো লাগে যে -ভাবনার ভার ধরে রাখে লেখা। বাল্য ধারায় নিসর্গপ্রীতি কবিতা অনেক ভলো লাগলো্।

(0) Reply
Top