logo
news image

বাগাতিপাড়ায় ভূমি বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

নিজস্ব প্রতিবেদক ঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপী ভূমি বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে গত মঙ্গলবার এ প্রশিক্ষণ শুর হয় । ভূমি বিষয়ে সঠিক নির্দেশনা প্রাপ্তি এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়সমুহ নিজে জানার পাশাপাশি অন্যকে জানানোর মাধ্যমে কাক্ষিত ও অনাকাক্ষিত সমস্যায় সমাধানের উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান, রেকর্ডসমুহ জরিপ সংক্রান্ত তথ্য, খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যাক্ত সম্পত্তি, সায়রাত মহল, নামজারি ও দলিল রেজিস্ট্রিকরণে লক্ষণীয় ও উল্ল্যেখযোগ্য বিষয়সমুহসহ ভূমি বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ২০ জন জনপ্রতিনিধি ও ৪০ জন শিক্ষার্থীসহ মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার বিকালে সমাপণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব ড. রাজ্জাকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা। এর আগে প্রশিক্ষণের উদ্বোধনী দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শরীফুন্নেসা এবং দ্বিতীয় দিনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য