logo
news image

নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।  ।  
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ( অনুর্ধ-১৭) ২০১৮ এর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।   এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাজ্জাকুল ইসলাম প্রমুখ।  
যুব ক্রীড়া মন্ত্রালয় এর ব্যবস্থাপনায় ও নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ( অনুর্ধ-১৭)২০১৮ এর বৃহস্পতিবারের ফলাফল দিনের ১ম কোয়াটার ফাইনাল ম্যাচ- ট্রাইভোকার নাটোর সদর (৩) -(৪) বড়াইগ্রাম উপজেলা।
দিনের ২য় ম্যাচ কোয়াটার ফাইনাল ম্যাচ- গুরুদাশপুর উপজেলা ৩-০ বাগাতিপাড়া উপজেলা।
দিনের ৩য় কোয়াটার ফাইনাল ম্যাচ নাটোর পৌরসভা ১-০ লালপুর উপজেলা।
দিনের ৪র্থ কোয়াটার ফাইনাল ম্যাচ ট্রাইভেকার সিংড়া উপজেলা ৪-১ নলডাঙ্গা উপজেলা।
আগামীকাল ১ম সেমিফাইনালে সকাল ১১.৩০ মিনিটে মুখোমুখি হবে গুরুদাপুর বনাম বড়াইগ্রাম।
২য় সেমিফাইনালে বিকাল ৪.০০ ঘটিকায় মুখোমুখি হবে নাটোর পৌরসভা বনাম সিংড়া।

সাম্প্রতিক মন্তব্য

Top