logo
news image

পোলার আইসক্রীম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়াঙ্গন ডেস্ক।  ।  

শুরু হলো পোলার আইসক্রীম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০১৮। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম, মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ৬দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হ্যান্ডবল দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি সম্ভাবনাময় খেলা। এ টুর্নামেন্টের মাধ্যমে দেশে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরী হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খেলার প্রতি স্পসর প্রতিষ্ঠানের আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরো বেশি স্পসর প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
 স্কুল হ্যান্ডবলের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম হাবিবের সভাপতিত্বে এনএসসি’র সচিব মাসুদ করিম, পোলার আইসক্রীম এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম এবং হ্যান্ডবল ফেডারেশনের সচিব আসাদুজ্জামান কোহিনুর বক্তৃতা করেন।
২৫তম এ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ৩৬টি দল অংশগ্রহন করছে। এর মধ্যে ২০টি বালক এবং ১৬টি বালিকা দল। উদ্বোধনী খেলায় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় এবং স্কলাস্টিকা(উত্তরা) বালিকা দল অংশগ্রহন করে।
আগামী ২৫ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top