logo
news image

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে হবে - ডিসি শাহিনা খাতুন

নিজস্ব প্রতিবেদক।  ।  

পাঠ্য বইয়ের পাশাপাশি জীবনমূখী পারিবারিক সামাজিক ও কর্মমূখী শিক্ষা অর্জনের মাধ্যমে  সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাল্য বিবাহ, মাদক, জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডে নিজেদের জড়ানো যাবেনা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল করতে হবে।
নাটোরের লালপুর উপজেলা প্রসাশনের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যদের সচেতন করার নির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তপন কুমার রায়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মোট ৩০ হাজার ৯শ ৮২ টি  নির্দেশনা প্রদান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top