logo
news image

বেসরকারি শিক্ষকদের ব্যাপারে সরকার খুব আন্তরিক-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার বেসরকারি শিক্ষকদের ৫% মহার্ঘ্য ভাতা, বৈশাখী ভাতা ও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ব্যাপারে অত্যন্ত আন্তরিকতা র  সহিত কাজ করছে। শিক্ষক ছাড়া শিক্ষার উন্নযনে কোনো ক্রমেই
সম্ভব নয়।
বুধবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের এক সভায় তিনি এসব কথা বলেন। সরকার সমর্থিত শিক্ষক সংগঠনের মধ্যে ছিল, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, স্বাধীনতা শিক্ষক পরিষদ, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ জময়েতুল মুদারেছিন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিসিএস সাধারন শিক্ষক সংসদ, সহ সরকার সমর্থিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। 
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ড. আবদুল মান্নান চৌধুরী, আবদুল আওয়াল সিদ্দিকী, অধ্যক্ষ মো আসাদুল হক, মাওলানা শিব্বির আহমদ মমতাজি, মোহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যক্ষ এম এ সাত্তার, ড. নুর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বিলকিস জামান, মহসিন রেজা, অধ্যক্ষ ফয়েজ হোসেন, প্রফেসর মো নাসির উদ্দিন, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, আবুল কাসেম, অধ্যক্ষ এ কে এম মকসেদুর রহমান, অধ্যক্ষ মো নাসির উদ্দিন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবমোল্লা জালাল, জনাব মোঃ জাবের,জনাব নাজমুল হক খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান ও  মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top