logo
news image

রাষ্ট্রপতির কাছে জার্মানি ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
জার্মানি ও উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতদ্বয় বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
দুই আবাসিক রাষ্ট্রদূত হলেন জার্মানির পিটার ফারেনহোলৎজ এবং উত্তর কোরিয়ার পাক সং ইয়োপ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, রাষ্ট্রদূতদ্বয়কে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, তাদের দায়িত্বের মেয়াদকালে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর সম্প্রসারিত হবে।
আবদুল হামিদ জার্মানির রাষ্ট্রদূতকে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার।
তিনি বলেন, ‘দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে জার্মানির বিনিয়োগের বহু সুযোগ রয়েছে।’
আবদুল হামিদ বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে রাষ্ট্রদূতদ্বয়ের নিজ নিজ দেশের কল্যাণে এ সকল সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে পারস্পরিক সফর বিনিময় বাড়ানোর ওপর জোর দেন। (সূত্র: বাসস)
সম্পাদনায়: আ.স /১৯.০৯.২০৮

সাম্প্রতিক মন্তব্য

Top