logo
news image

ই-প্রসিকিউশন চালু করতে গ্রামীণফোনের সাথে ঢাকা জেলা পুলিশের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।
ঢাকা জেলা পুলিশের ট্রাফিক বিভাগে ই-প্রসিকিউশনের চালু করার নিমিত্তে সোমবার (১৭ সেপ্টেম্বর) গ্রামীনফোনের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়।   গ্রামীনফোন ব্যবহার করে pos মেশিনের মাধ্যমে মামলা করা যাবে।  ফলে গ্রাহকরা হয়রানি মুক্ত ট্রাফিক পুলিশের সেবা পাবে।
এর আগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকা জেলার ট্রাফিকের ই-প্রসিকিউশন চালু করার উদ্দেশ্য ইউনাইটেড কর্মশিয়াল ব্যাংক ও ঢাকা জেলা পুলিশের মধ্যে জরিমানা/বিল/ফিস আদায় সংক্রান্ত চুক্তিনামা স্বাক্ষরিত হয়।  ঢাকা জেলা পুলিশের পক্ষে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম,পিপিএম ও ইউসিবি ব্যাংকের পক্ষে ইভিপি এ.টি.এম তাহমিদুজ্জামান স্বাক্ষর করেন।  এ সময় ঢাকা জেলা পুলিশের ও ইউসিবি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই প্রসিকিউশন চালুর মাধ্যমে গ্রাহকগন নিম্নবর্ণিত সেবাসমূহ পাবেনঃ-
১। ট্রাফিকের জরিমানা অর্থ ব্যাংকে জমা দিতে পারবে।
২। লম্বা লাইনে দাড়িয়ে থাকতে হবে না।
৩। কোন গাড়ী অথবা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কোন তথ্য প্রয়োজন হলে তা নিমিষেই জানা যাবে।
৪। কোন গাড়ী মামলা খেলে তা সার্ভারের মাধ্যমে জানা যাবে।
৫। জন হয়রানি হ্রাস পাবে।
৬। চালক কোন আইন ভঙ্গ করলে গাড়ীর ছবি তুলে মামলা দেওয়া যাবে।
# নিরাপদ উপায়ে নিমিষে আপনার UCash অ্যাকাউন্ট থেকে গাড়ীর কেস/ মামলার টাকা পরিশোধ করুন।
# আপনার গাড়ীর (মটরসাইকেল/ প্রইভেটকার/ মাইক্রোবাস/ ট্রাক/ অটোরিক্সা/ পিকআপ ভ্যান) মামলা / কেস হলে নিজের UCash অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা পরিশোধ করতে পারবেন।
আপনার যদি UCash অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার নিকটস্থ যেকোন এজন্ট পয়েন্টে গিয়ে কেস/ মামলার টাকা পরিশেোধ করতে পারবেন।
# UCash এর মাধ্যমে গাড়ীর কেস/ মামলার টাকা পরিশোধ সম্পন্ন হলে মোবাইলে কনফারমেশন SMS পৌঁছে যাবে।

সাম্প্রতিক মন্তব্য

Top