নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার নওপাড়া থেকে শিপন আলী ((৩০) নামক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক করেছে লালপুর থানা পুলিশ। শিপন আলী ওই একই উপজেলার নওপাড়া গ্রামের শফি সরদারের ছেলে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ.এস আই করম আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করেন শিপন আলী কে। থানা সূত্রে জানা যায় ২০১১ সালের স্ত্রী কর্তৃক দায়ের করা সি আর মামলায় ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন আলী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃত আসামী শিপন আলীকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনায়: আ.স, ১৬.০৯.২০১৮
সাম্প্রতিক মন্তব্য