লালপুরের নবাগত ইউএনও-র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরের লালপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে বুধবার (৫ সেপ্টেম্বর) মতবিনিময় করেন। উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী প্রমুখ।
উম্মুল বানীন দ্যুতি ৩০তম বিসিএস-এ যোগদান করেন। এরআগে তিনি পাবনার ভাঙ্গুড়ার ইউএনও'র দায়িত্বে ছিলেন। গত ৩ সেপ্টেম্বর লালপুরের ইউএনও হিসেবে যোগদান করেন।
বিদায়ী ইউএনও নজরুল ইসলাম ৩ বছর ৫ মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে পদোন্নতি নিয়ে গত ৩০ আগস্ট রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
সাম্প্রতিক মন্তব্য