logo
news image

লালপুরে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুরে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু ও সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি টুর্নামেন্টের উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুজ্জামান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম রিমন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী,  কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন, বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, মধুবাড়ি মাদরাসার সুপার আব্দুল হাকিম প্রমূখ। এ  টুর্নামেন্টে উপজেলার ৪৭টি স্কুল ও মাদরাসা অংশ গ্রহন করছে।

সম্পাদনায়: আল আমিন

সাম্প্রতিক মন্তব্য

Top