logo
news image

বলিউড ছবিতে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্কঃ দীর্ঘ চার বছর পর বলিউড ছবিতে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সর্বশেষ তার অভিনীত ‘গুলাবি গ্যাং’ ছবিটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল।

মাধুরীকে এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এ গুণী অভিনেত্রীকে। এবার কমেডি ছবির মাধ্যমে প্রত্যাবর্তন হচ্ছে তার। ছবির নাম ‘টোটাল ধামাল’। পরিচালনা করছেন ইন্দ্র কুমার।

এ ছবিতে তার নায়ক অনিল কাপুর ও অজয় দেবগণ। এ দুজনের সঙ্গেই তার রসায়ন পর্দায় দর্শক দারুণভাবে পছন্দ করেছেন। তবে তারও অনেক সময় হয়েছে।

অনিল কাপুরের বিপরীতে ১৭ বছর আগে ‘পুকার’ ছবিতে কাজ করেছিলেন তিনি। অন্যদিকে ১৬ বছর আগে সর্বশেষ অজয় দেবগণের বিপরীতে মাধুরী অভিনয় করেছিলেন ‘ইয়ে রাস্তে হে পেয়ার কে’ এবং ‘লজ্জা’ ছবিতে।

মাধুরী এ দু অভিনেতার সঙ্গে এতদিন পর একসঙ্গে কাজ করতে যাওয়ায় দারুণ খুশি। এ বিষয়ে তিনি বলেন, অনিল কাপুর ও অজয় দেবগণ।

তাদের দুজনের সঙ্গেই আলাদা আলাদা করে আমি কাজ করেছি। তাদের সঙ্গে আমার জুটি দর্শক অনেক পছন্দও করেছে। এবার তাদের দুজনকে একসঙ্গে নিয়ে পর্দায় আসছি। আশা করছি ‘টোটাল ধামাল’ সুন্দর একটি ছবি হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top