logo
news image

প্রতিবন্ধিদের নিয়ে মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুরে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (১৬ এপ্রিল) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মুহাঃ আবু তাহির, লালপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইসাহাক আলী প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top