logo
news image

২৯ আগস্ট: ইতিহাসে এই দিনে

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৮৩১ সালে মাইকেল ফেরাডে বিদ্যুৎপ্রবাহ আবিষ্কার করেন।
১৮৩৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
১৮৪২ সালে নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখন্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
১৯৫৩ সালে সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৫৬ সালে খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
১৮৬২ সালে নোবেলজয়ী [১৯১১] কবি ও নাট্যকার মরিস মাতেরলিঙ্কের জন্ম।
১৯০৪ সালে নোবেলজয়ী [১৯৫৬] জার্মান চিকিৎসক ভারনার ফ্রোসমানের জন্ম।
১৯১৫ সালে সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের জন্ম।
১৯৬০ সালে জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি আততায়ীর হাতে নিহত হন।
১৯৮২ সালে সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের মৃত্যু।

সাম্প্রতিক মন্তব্য

Top