logo
news image

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রাপ্তি প্রসঙ্গ ডেক্স।  ।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে গণভবনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, বুধবার (২২ আগস্ট) গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, পরে প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টায় বিচারক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top