logo
news image

অস্ট্রেলিয়ায় যাব নতুন ছবির শুটিং : শাকিব খান

প্রায় একমাস পর ঢাকায় ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। আজ রোববার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন এ তারকা। ঢাকায় কয়েকদিন অবস্থানের পর আশিকুর রহমানের সুপার হিরো ছবির শুটিং করতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি।

ঢাকায় ফিরে যুগান্তরকে শাকিব খান বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে একটি শো’তে পারফর্ম করতে কলকাতায় গিয়েছিলাম। সেখান থেকে আজ (রোববার) ঢাকায় ফিরলাম। আগামী সপ্তাহে আবার অস্ট্রেলিয়ায় যাব নতুন ছবির শুটিং করতে।’

এদিকে বেশ কয়েকদিন ধরে অনলাইন গণমাধ্যমে শাকিবের দেশে ফেরার খবর প্রকাশ হয়। এ বিষয়ে শাকিব খান বলেন, ‘যারা এমন খবর ছেপেছে তারা আমার সঙ্গে যোগাযোগ না করেই খবর প্রকাশ করেছে। অথচ আমি ঢাকায় ফিরলাম আজ রোববার। সবার কাছে অনুরোধ থাকবে আমার সঙ্গে যোগাযোগ না করে এমন খবর যেন না প্রকাশ করা হয়।’

এদিকে অপু বিশ্বাসকে ডিভোর্সের বিষয় নিয়ে কোন শাকিব খান বলেন, ‘আমার দিক থেকে যা করার করেছি। এখন যা হবে সেটা সঠিক প্রক্রিয়াতেই হবে। আমার অনুপস্থিতিতে আমার আইনজীবী সবকিছু করবেন। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই।’

সাম্প্রতিক মন্তব্য

Top