logo
news image

মালয়েশিয়ায় নির্বাচনের ভোট গণনায় তীব্র উত্তেজনার সৃষ্টি

মালয়েশিয়ায় নির্বাচনের ভোট গণনার চলতে থাকার প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং প্রধান বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মদ উভয়েই জয়ের দাবি করেছেন। মাথাথির মোহাম্মদ দাবি করেছেন, তার দলের জয় নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা বিলম্বিত করছে।
পাকাতান হারাপান চেয়ারম্যান মাহাথির দাবি করেন, বিষয়টি খুবই মারাত্মক । তারা ফল ঘোষণা করছে না। তিনি দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২টি আসন তার জোট পেয়েছে। উল্লেখ্য, পার্লামেন্টের আসন সংখ্যা ২২২টি।
তিনি দাবি করেন, ছয়টি রাজ্যে তাদের জোট জয়ী হয়েছে। এগুলো হলো কেদায়, সেলানগর, পেনাঙ মেলাকা, নেগারি সমবিলান ও জোহর। তিনি দাবি করেন, সাবাহ রাজ্যেও একই ঘটনা ঘটছে।
একইভাবে নাজিব রাজাকও জয় দাবি করেছেন। তার সমর্থকেরাও বিজয় উল্লাস করছে।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই মালয়েশিয়ায় বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। অনেকে মাহাথিরের বিজয় ছিনিয়ে নেয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করতে থাকে।

সাম্প্রতিক মন্তব্য

Top