বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসি জনিত রোগী সেই ফারিহা হোসেন সাফা শ্রুতি লেখক নিয়ে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছেন। সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে সে রাজশাহী বোর্ডের অধীনে এই ফল অর্জন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিস সহকারী এরশাদুর রহমান।
রাশিয়ার সচি শহরে আয়োজিত পরমাণু শিল্প বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন এটমএক্সপো ২০২২ এর সমাপনী দিনে ‘নীল অর্থনীতিঃ টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সরকার, ব্যবসা ও বিজ্ঞান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ব্ল ইকোনমিকে পৃথিবীর ভবিষ্যৎ অর্থনীতি হিসেবে আখ্যায়িত করেন। গত ২১ ও ২২ নভেম্বর দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক এটমএক্সপো ২০২২’ অনুষ্ঠিত হয়। রসাটমের গণমাধ্যম ২৩ নভেম্বর রাতে আন্তর্জাতিক এটমএক্সপোর খবর জানিয়েছে।